أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52879 العمر : 72
| موضوع: 1 Al-Fâtiha الثلاثاء 10 يناير 2017, 4:52 pm | |
| http://www.e-quran.com/language/bangla/default.html
Bangla Quran Translation ================== 1 Al-Fâtiha শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। [1:1] শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। [1:2] যাবতীয় প্রশংসা আল্লাহ তা' আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। [1:3] যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। [1:4] যিনি বিচার দিনের মালিক। [1:5] আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। [1:6] আমাদেরকে সরল পথ দেখাও, [1:7] সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। |
|